পশ্চিমবঙ্গে আবারও সরকার গঠনের পথে মমতা || AndNewsBD

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গে আবারও সরকার গঠনের পথে মমতা  AndNewsBD


ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের মসনদ বরাবরর মতো দখল করে তৃণমূল কংগ্রেস। ভারত গণমাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8 টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফল দেখা গেছে, 193 আসনে এগিয়ে নরেন্দ্র মোদির এনডিএ জোট। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট 69 আসনে এগিয়ে আছে।
তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজেপি জোট 3২8 আসনে জয়ী হয়ে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর কংগ্রেস জোট 108 আসন পেতে যাচ্ছে।
দেশের রাজত্ব আবার মোদির হাতে হলেও পশ্চিমবঙ্গ হাতছাড়াই যাচ্ছে। যুগান্তরের কলকাতা প্রতিনিধির প্রদত্ত তথ্যাবলী, পশ্চিমবঙ্গে ২3 আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আর 8 আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে বিজেপি।
তবে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 4২ টি আসনের মধ্যে 31 টি ফল পাওয়া গেছে। তৃণমূল পেয়েছে 18 টি, বিজেপি 1২ টি এবং কংগ্রেস পেয়েছে 1 টি আসন।
এর আগের দুটি নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার গঠন করে।
তৃণমূল কংগ্রেস নেতা মমতা ব্যানার্জি ২011 সালে 34 বছর বাম শাসন অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২014 এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 4২ টি আসনে মমতা পান 34 টি আসন। কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন। আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন। এবার নির্বাচনের আগে মমতা লক্ষ্য নেন 4২ আসন জয়ী।
11 এপ্রিল শুরু হয়ে গত রবিবার শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সাত ধাপের নির্বাচনী ভোট।
83 কোটির বেশি ভোটারের জন্য 54২ আসন 9 লাখ কেন্দ্রীয় মোট সাত পর্বে চলছে এই ভোটগ্রহণ। কোন দলকে সরকার গঠন করতে হলে 543 আসন মধ্যে 272 আসন। সূত্র: যুগান্তর অনলাইনপ্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের মসনদ বরাবরর মতো দখল করে তৃণমূল কংগ্রেস। ভারত গণমাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8 টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফল দেখা গেছে, 193 আসনে এগিয়ে নরেন্দ্র মোদির এনডিএ জোট। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট 69 আসনে এগিয়ে আছে।
তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজেপি জোট 3২8 আসনে জয়ী হয়ে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর কংগ্রেস জোট 108 আসন পেতে যাচ্ছে।
দেশের রাজত্ব আবার মোদির হাতে হলেও পশ্চিমবঙ্গ হাতছাড়াই যাচ্ছে। যুগান্তরের কলকাতা প্রতিনিধির প্রদত্ত তথ্যাবলী, পশ্চিমবঙ্গে ২3 আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আর 8 আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে বিজেপি।
তবে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 4২ টি আসনের মধ্যে 31 টি ফল পাওয়া গেছে। তৃণমূল পেয়েছে 18 টি, বিজেপি 1২ টি এবং কংগ্রেস পেয়েছে 1 টি আসন।
এর আগের দুটি নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার গঠন করে।
তৃণমূল কংগ্রেস নেতা মমতা ব্যানার্জি ২011 সালে 34 বছর বাম শাসন অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২014 এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 4২ টি আসনে মমতা পান 34 টি আসন। কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন। আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন। এবার নির্বাচনের আগে মমতা লক্ষ্য নেন 4২ আসন জয়ী।
11 এপ্রিল শুরু হয়ে গত রবিবার শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সাত ধাপের নির্বাচনী ভোট।
83 কোটির বেশি ভোটারের জন্য 54২ আসন 9 লাখ কেন্দ্রীয় মোট সাত পর্বে চলছে এই ভোটগ্রহণ। কোন দলকে সরকার গঠন করতে হলে 543 আসন মধ্যে 272 আসন। সূত্র: যুগান্তর অনলাইন

No comments

Powered by Blogger.